অনলাইন ডেস্ক: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাই পাবনার ৫টি সংসদীয় আসনের হাতপাখার সংসদ সদস্য পদপ্রার্থী ঘোষণা করেছেন। ইতিমধ্যেই ৫ জন প্রার্থী তাদের নিজ নিজ আসনে প্রচার-প্রচারনা শুরু করেছেন। গণসংযোগ, সভা-সমাবেশ, বিলবোর্ড, লিফলেট ইত্যাদির মাধ্যমে নিজ নিজ আসনে নির্বাচনী তৎপরতায় ব্যাস্ত রয়েছেন।
হাতপাখার ৫ প্রার্থী যারা :-
পাবনা-১ (সাথিয়া) এর হাতপাখার নোমিনেশন পেয়েছেন মাওলানা আব্দুল গণি তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবনা পূর্ব জেলা শাখার সহ-সভাপতি ও বেড়া উপজেলার পাচুরিয়া তালিমুদ্দিন হাফেজিয়া মাদরাসার প্রধান শিক্ষক।
পাবনা -২ (সুজানগর-বেড়া) এর নোমিনেশন পেয়েছেন কাশিনাথপুর অঞ্চলের বিশিষ্ট আলেম ও ওয়ায়েজ মাওলানা আফজাল হোসেন কাসেমী। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবনা পূর্ব জেলা শাখার সহ-সভাপতি ও আমিনপুর থানাধীন নান্দিয়ারা মাদরাসার প্রধান শিক্ষক।
পাবনা -৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) এর নোমিনেশন পেয়েছেন সাবেক ছাত্র নেতা, ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভাঙ্গুড়া উপজেলা শাখার সদস্য ও ভাঙ্গুড়ার বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল খালেক।
পাবনা -৪ (ঈশ্বরদী-আটঘরয়িা) এর নোমিনেশন পেয়েছেন মাওলানা আনোয়ার হোসেন ফরিদী তিনি ঈশ্বরদী উপজেলার দিকশাইল কারিমীয়া মাদরাসার প্রধান শিক্ষক ও ইসলামী যুব আন্দোলন বাংলোদেশ পাবনা পশ্চিম জেলা শাখার সভাপতি।
পাবনা -৫ (সদর) এর নোমিনেশন পেয়েছেন মুফতী নাজমুল হাসান তিনি পাবনা জামিয়া আশরাফিয়া মাদরাসার ভাইস-প্রিন্সিপাল ও ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবনা জেলা শাখার সাবেক সভাপতি।


