বাংলাদেশ ওলামা-মাশায়েখ কমিটি সাথিয়া উপজেলা শাখা আয়োজিত সাথিয়া কলেজ মাঠে ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহ:সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন এদেশের মানুষ যেমন ফ্যাসিবাদকে বিতারিত করেছে ঠিক তেমনি চিহ্নিত চাদাবাজ ও সন্ত্রাসীদেরকেও বয়কট করে আগামী নির্বাচনে দেশবাসী ইসলামের পক্ষেই সমর্থন দেবে। উক্ত সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল, পাবনা-৫ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমীর প্রিন্সিপাল ইকবাল হোসাইন, জেলা সেক্রেটারী অধ্যাপক আব্দুল গাফ্ফার খান, পাবনা-১ আসনের জামাত মনোনীত এমপি পদপ্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন প্রমুখ।


