Google search engine
Homeপাবনাকুরআন অবমাননাকারীর শাস্তির দাবিতে পাবনায় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মানববন্ধন

কুরআন অবমাননাকারীর শাস্তির দাবিতে পাবনায় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মানববন্ধন

অনলাইন ডেস্ক : নার্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে ৯ অক্টোবর (বৃহস্পতিবার) পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে জাতীয় ওলামা মাশায়েখ আইম্ম পরিষদ পাবনা জেলা শাখা।

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি মুফতী জাকারিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতী আরিফ কাসেমী এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবনা জেলা সভাপতি হাফেজ মাওলানা রবিউল ইসলাম, বাংলাদেশ মুজাহিদ কমিটি পাবনা জেলা সাধারণ সম্পাদক মুফতী ‍মুক্তাদির হোসাইন মারুফ, সদর থানা আন্দোলন এর সভাপতি মাওলানা আবু বকর সিদ্দীক, মুফতী আব্দুল জব্বার, মাওলানা ওমর ফারুক।

মানববন্ধনে বক্তারা বলেন- ইতিপূর্বেও ইসলাম, রাসুল স. ও কুরআন নিয়ে অনেকেই এমন ধৃষ্ঠতা দেখিয়েছে কিন্তু এদের বিরুদ্ধে জোড়ালো কোন পদক্ষেপ নেয়নি সরকার। অনতিবিলম্বে এই অপূর্ব পালকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং সংসদে ইসলাম, রাসুল স. ও কুরআন অবমাননাকারীদের শাস্তির বিধান করে আইন পাশ করতে হবে।

মানবনবন্ধনে আরও উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবনা জেলা দপ্তর সম্পাদক এইচ এম ওমর ফারুক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পাবনা জেলা সাধারণ সম্পাদক মুহাম্মাদ ছনি শেখ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পাবনা জেলা সভাপতি ফরিদুজ্জামান সোহেল প্রমুখ

আরো সংবাদ

কমেন্ট করুন

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বশেষ