Google search engine
Homeরাজনীতিচট্রগ্রামের বাঁশখালিতে বিএনপি-জামাতের দফায় দফায় সংঘর্ষ

চট্রগ্রামের বাঁশখালিতে বিএনপি-জামাতের দফায় দফায় সংঘর্ষ

অনলাইন ডেস্ক: গতকাল (২৩ সেপ্টেম্বর) চট্রগ্রামের বাঁশখালি উপজেলায় ইসলামী ছাত্র শিবির এর উদ্যোগে কুরআন প্রতিযোগিতার আয়োজন করা হয় সেখানে বাধা দেয় জতীয়তাবাদী ছাত্রদাল। এখান থেকেই সংঘর্ষের সূত্রপাত। বাঁশখালী উপজেলা বিএনপি ও জামাতের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় এতে প্রায় ২০ জন আহত হয়।

পুলিশ জানায়, বাহারছড়া ইউনিয়নের মোশাররফ আলী মিয়ার বাজারে গতকাল বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, গতকাল বিকেলে পশ্চিম বাঁশখালীর দারুল ইসলাহ মাদরাসা মসজিদে ইসলামী ছাত্রশিবির একটি কোরআন মাহফিলের আয়োজন করে। অভিযোগ আছে ছাত্রদলের একদল কর্মী তাদের কর্মসূচিতে বাধা দেয়, যার ফলে সন্ধ্যায় হাতাহাতির ঘটনা ঘটে। পরে বিএনপি ও জামায়াতের কর্মীরা মীমাংসার জন্য মোশাররফ আলী মিয়ার বাজারে জড়ো হলে সেখানে দুই দলের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু হালদার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। দুই দলই ইটপাটকেল নিক্ষেপ করে এবং একে অপরের ওপর হামলা চালায়। পরে পুলিশ সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

এই বিষয়ে কেউ কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেনি বলে তিনি জানান।

আরো সংবাদ

কমেন্ট করুন

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বশেষ