অনলাইন ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে পাবনায় ছাত্র হত্যা মামালার চার্জশিট দাখিল করেছে পাবনা সদর থানা পুলিশ।
প্রধান আসামী ভাড়ারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সহ ১৩৬ জনের বিরুদ্ধে। মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে পাবনা সদর থানার পরিদর্শক (অপারেশন) ও মামলার তদন্তকারী কর্মকর্তা সঞ্জয় কুমার সাহা আদালতে এ চার্জশিট দাখিল করেন।
মামলার তদন্ত কর্মমর্কা সঞ্জয় কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে জানান রাতে এই মামলার চার্জশিট দাখিল করা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত ৩৫ জন গ্রেফতার রয়েছে। অন্য আসামিরা এখনো পলাতক রয়েছে তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এ বিষয়ে পাবনা জেলা জজ কোর্টের পিপি এড. গোলাম সরওয়ার খান জুয়েল বলেন রাতেই তদন্ত কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেছে বলে তদন্ত কর্মকর্তা নিজেই ফোন করে জানিয়েছেন। উক্ত চার্জশিটের কোন কপি আমরা এখন পর্যন্ত আমরা হাতে পাইনি।
২০২৪ সালের ৪ আগস্ট দুপুর ১২টার দিকে শহরের ট্রাফিক মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলির ঘটনা ঘটে। ভাড়ারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদসহ আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ হামলায় অংশ নেন ও গুলি চালান বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় পাবনা সদর উপজেলার চর বলরামপুর গ্রামের দুলাল উদ্দিনের ছেলে ও পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র জাহিদুল ইসলাম (১৮) এবং হাজিরহাট বেতেপাড়া গ্রামের আবুল কালামের ছেলে ও শহরের সিদ্দিক মেমোরিয়াল স্কুলের নবম শ্রেণির ছাত্র মাহবুব হোসেন নিলয় (১৬) নিহত হয়।
এ ঘটনায় ওই বছরের ১০ আগস্ট নিহত ছাত্র জাহিদুল ইসলামের বাবা মো. দুলাল উদ্দিন বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেন। এতে আবু সাইদ ও সদর আসনের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়। এর প্রায় এক বছর পর এ মামলার চার্জশিট দাখিল করা হলো।
এই মামলার চার্জশিটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরেরও নাম রয়েছে।



