Google search engine
Homeঅপরাধপাবনায় পরকিয়া প্রেমের জেরে যুবক ‍খুন

পাবনায় পরকিয়া প্রেমের জেরে যুবক ‍খুন

অনলাইন ডেস্ক : পাবনা পৌর এলাকায় পরকীয়া  মোঃ আকাশ (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নাইম হোসেন নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় সুভেল নামের একজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে পৌর এলাকার সাধুপাড়া ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। নিহত আকাশ সদর উপজেলার পলিথিন মোড়ের সোহেলের ছেলে এবং আহত নাইম সাধু পাড়ার মৃত লালু মণ্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাধু পাড়ার এক গৃহবধূর সঙ্গে মিল্লাত নামের এক যুবকের পরকীয়া সম্পর্ক ছিল। সেই সম্পর্কের প্রমাণ ছিল আকাশ ও নাঈমের কাছে। মঙ্গলবার রাতে মিল্লাত ও তার সহযোগী সুভেলকে ধরে পরকীয়ার বিষয়ে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে মিল্লাতের হাতে থাকা ছুড়ি দিয়ে তাদের কুপিয়ে আহত করে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে পাবনা সদর থানা ওসি আব্দুস সালাম জানান পরকীয়া সম্পর্কের জেরে এই হত্যান্ড সংগঠিত হয়।  আমরা ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে
পাঠিয়েছি। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীণ রয়েছে।
সূত্র : Pabnabarta24.com
আরো সংবাদ

কমেন্ট করুন

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বশেষ