Google search engine
Homeপাবনাপাবনার ঈশ্বরদীতে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

পাবনার ঈশ্বরদীতে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক : পাবনার ঈশ্বরদী পৌর এলাকার একটি ধানক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধাকরেছে ঈশ্বরদী থানা পুলিশ। ৫ অক্টোবর রোববার সকাল ৮ টায় পৌর এলাকার বেনারসি পল্লীর পাশে একটি ধানক্ষেত থেকে মোঃ সিরাজুল ইসলাম (৪০) নামের একজনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সিরাজুল ইসলাম ঈশ্বরদী পৌর এলাকার ফতেমোহাম্মাদপুর প্রামাণিক পাড়ার মৃত কেটি আহমেদের ছেলে। নিজ বাড়ি থেকে মাত্র আধা কি:মি: দূরে তার লাশটি পাওয়া যায়, লাশের পাশেই একটি ব্যাগে কাঁচা কলা ও স্যান্ডেল পড়ে থাকতে দেখা যায়।

নিহত সিরাজুল ইসলামের বোন রাশেদা বেগম জানান রাতের খানা শেষে প্রায় ১০টার দিকে ভাই ঘুমাতে যান। এরপর তার আর কোন খোঁজ পাওয়া যায়নি। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা জানতে পারি যে, ধান ক্ষেতে তার মৃতদেহ পড়ে রয়েছে।

ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন বলেন, নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিনি নির্দিষ্ঠ কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন না কিছুটা ভবঘুরে টাইপের মানুষ ছিলেন। প্রায় ১২ বছর আগের তার স্ত্রী মারা যান। তার একটি ছেলে আছে, বয়স ১৫। ছেলেটি জন্মগত প্রতিবন্ধী।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, স্ট্রোক করে তার মৃত্যু হয়। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আ স ম আব্দুন নুর জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে লাশটি ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।

আরো সংবাদ

কমেন্ট করুন

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বশেষ