অনলাইন ডেস্ক : ১৭ নভেম্বর সোমবার সন্ধা ৭টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের ধলট বাজার এলাকায় মর্মান্তিক সড়ক এই সড়ক দুর্ঘটনায় ঈশ্বরদী উপজেলার মুলাডলি ইউনিয়নের দেবীপুর গ্রামের বাবু মিয়ার বড় ছেলে রাতুল নিহত হয়।
বিশেষ সূত্রে জানা যায়, রাতুল তার বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে করে বেড়াতে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি সিএনজি তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা রাতুল সহ তিনজনই গুরুতর আহত হয়।
গুরুতর আহত হওয়া তিনজন আরোহীকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাতুলের মৃত্যু হয়।
রাতুলের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাবু মিয়ার তিন ছেলের মধ্যে রাতুল সবার বড়।


