Google search engine
Homeঅপরাধপাবনার ফরিদপুরে ২৫ লক্ষ টাকা মূল্যের চায়না জার পুড়িয়ে ধ্বংস করা হয়

পাবনার ফরিদপুরে ২৫ লক্ষ টাকা মূল্যের চায়না জার পুড়িয়ে ধ্বংস করা হয়

অনলাইন ডেস্ক : পাবনার ফরিদপুর উপজেলার পুংগলী গ্রামে ভাম্যমান আদালত পরিচালানা করে ২৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল উদ্ধার করে তা পুড়িয়ে দেয়া হয়।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ফরিদপুর উপজেলার পুংগলী ইউনিয়নের আগপুংগলী গ্রামের ১০টি বাড়িতে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানাউল মোর্শেদ। অভিযানে ৮৩৩টি চায়না দুয়ারি জাল, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লক্ষ টাকা, এবং এই জাল তৈরির ৫টি সরঞ্জাম (মেশিনসহ) জব্দ করা হয়।

অভিযানকালে জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পাবনা সদর মোঃ আব্দুল হালিম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফরিদপুর সুজিত কুমার মুন্সীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পরে তা প্রশাসনের সহায়তায় আই অনুযায়ী পুড়িয়ে ধ্বংস করা হয়। পাশাপাশি অবৈধ জাল তৈরি, ব্যবহার ও বিক্রয়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন উপজেলা প্রশাসন।

আরো সংবাদ

কমেন্ট করুন

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বশেষ