অনলাইন ডেস্ক: পাবনা জেলায় সাথিয়া ও বেড়ার আংশিক মিলে ছিলো পাবনা-১ সংসদীয় আসন। হঠাৎ আদালতের রায়ে সাথিয়া একক আসন পায় বাদ পড়ে যায় বেড়া। বেড়া উপজেলা পাবনা-২ অর্থাত সুজানগর উপজেলা ও বেড়া উপজেলাকে একসাথে করা হয়। তবে এই রায় মানছেনা বেড়া উপজেলাবাসী । ক্ষিপ্ত হয়ে তারা নানা কর্মসূচী দিয়ে আসছে কয়েকদিন ধরে। তারই ধারাবাহিকতায় আজ ১৪ সেপ্টেম্বর চলছে সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ হরতাল।


