Google search engine
Homeপাবনাভাঙ্গুড়ায় বাসার ছাদে জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

ভাঙ্গুড়ায় বাসার ছাদে জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

অনলাইন ডেস্ক : পাবনার ভাঙ্গুড়ায় বাসার ছাদে জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারুফ বুখারী (২৪) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। ভাঙ্গুড়া উপজেলার দিলপাশা ইউনিয়নের বেতুয়ান গ্রামের সৈয়দ আব্দুস সবুর মজনু বুখারীর ছেলে এবং খুলনা পলিটেকনিকেল কলেজের শিক্ষার্থী মারুফ বুখারী পূজার ছুটিতে বাড়িতে আসে। গত কয়েকদিন যাবত তাদের বাড়িতে বিভিন্ন কাজ চলছে। ১ অক্টোবর বুধবার দুপুরে পানির ট্যাংকি পরিস্কার করতে বাড়ির ছাদে ওঠে মারুফ বুখারী। এর কিছু সময় পার হলেও সে নিচে না নামায় বাড়ির অন্য সদস্যরা ডাকতে যান এ সময় বাড়ির লোকজন মারুফকে ছাদের উপরে জমোনো বৃষ্টির পানিতে বিদ্যুতের তারে আটকে থাকতে দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

বেতুয়ান গ্রামের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আরজু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই কলেজছাত্রের মৃত্যুতে বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। আমরা সবাই তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে।

আরো সংবাদ

কমেন্ট করুন

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বশেষ