অনলাইন ডেস্ক : পাবনা-সুজানগর সড়কের খয়েরসূতী স্কুলের সামনে বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইলে আরোহী ঘটনাস্থলেই নিহত হয়। নিহতের নাম মো: জয় (১৬) পিতা-বকুল হোসেন, গ্রাম : দ্বীপচর বাঁধপাড়া। ঘটস্থলে ফায়র সার্ভিসের একটি টিম গিয়ে লাস উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠায়।


