নিজস্ব প্রতিবেদন : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবনা-৫ আসনের নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়। মুফতী মুক্তাদির হোসাইন মারুফ কে আহবায়ক ও মাওলানা আবু বকর সিদ্দীক সে সমন্বয়কারী কের ৪৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবনা জেলা সভাপতি মাওলানা রবিউল ইসলাম। পাবনা সদর থানা শাখার সভাপতি মাওলানা আবু বকর সিদ্দীক এর সভাপতিত্বে উক্ত কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আন্দোলন এর সভাপতি মাওলানা রবিউল ইসলাম, বাংলাদেশ মুজাহিদ কমিটির জেলা সাধারণ সম্পাদক মুফতী মুক্তাদির হোসাইন মারুফ, জেলা আন্দোলন এর অর্থ সম্পাদক আলহাজ্ব আব্দুস সাত্তার মোল্লা, জেলা দফতর সম্পাদক এইচ এম ওমর ফারুক সহ জেলা, থানা ও পাবনা-৫ (সদর) আসনের অন্তর্গত পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন আগামী নির্বাচনে এদেশের মানুষ ইসলামের পক্ষে ভোট দিয়ে ইসলামকে ক্ষমতায় বসাবে। সন্ত্রাস, চাদাবাজ, দুর্নীতিবাজদের কে জাতি আর ক্ষমতায় দেখতে চায় না।


