অনলাইন ডেস্ক : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল এর সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক সুব্রত কুমার বিশ্বাসকে ছাত্রীকে যৌনহয়রানির অভিযোগে স্থায়ীভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিষয়টি নিয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পর্যলোচনার পর গত ২৬ জুলাই’২৫ রিজেন্ট বোর্ডের ৭৩তম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
তদন্তে একই বিভাগের এক শিক্ষার্থীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগ সত্যতা প্রমাণিত হয়।
উচ্চি শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ নীতিমালা ২০০৮-এর ধারা অনুযায়ী তাকে নৈতিক অসচ্চরিত্রতার দায়ে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়।
গত ২৩ সেপ্টেম্বর’২৫ রেজিষ্টার বিজয় কুমার ব্রহ্ম স্বক্ষরিত প্রজ্ঞাপনে এই বরখাস্ত কার্যকর হয়।
এই বরখাস্তের বিষয়টি দেশের সকল বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অবহিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় তার কাছে কোন পাওনা থাকলে তা পরিশোধ করার নির্দেশ দিয়েছে।


