অনলাইন ডেস্ক : পি আর সহ পাঁচ দফা কর্মসূচী ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। কেন্দ্রেীয় কর্মসূচীর অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবনা সদর থানার সভাপতি মাওলানা আবু বকর সিদ্দীক এর নেতেৃত্বে আজ ২৬ সেপ্টেম্বর’২৫ বাদ জুমা পাবনা চাঁপা মসজিদ থেকে বিশাল একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের হামিদ রোড প্রদক্ষিণ করে লতিফ টাওয়ারের সামনে শহীদ চত্বরে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবনা জেলা শাখার সেক্রেটারী আব্দুল মমিন হোসেন, বাংলাদেশ মুজাহিদ কমিটি পাবনা জেলা সাধারণ সম্পাদক মুফতী মুক্তাদির হোসাইন মারুফ, আলহাজ্ব আবুল হোসেন, আলহাজ্ব গোলাম মোস্তফা, হাকিম মনিরুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ পাবনা জেলা সভাপতি জুবায়ের আহম্মেদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পাবনা সদর থানা সাধারণ সম্পাদক সিয়াস হোসেন, সদর থানা আন্দোলন এর সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন, আব্দুল খালেক প্রমুখ।
চরমোনাই পীরের পাঁচ দফা কর্মসূচী:-
১) জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে।
২) নির্বাচন পি আর পদ্ধতিতে হতে হবে।
৩) সুষ্ঠ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।
৪) গণহত্যার বিচার দৃশ্যমান হতে হবে।
৫) বিশেষ ট্রাইবুনালে ভারতীয় তাবেদার ও ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের বিচার করতে হবে। বিচার চলাকালে তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।


