Google search engine
Homeপাবনাভাঙ্গুড়ায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে তিনজন আহত

ভাঙ্গুড়ায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে তিনজন আহত

অনলাইন ডেস্ক : পাবনার ভাঙ্গুড়া উপজেলায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদল ও যুবদলের তিনজন আহত হয়। ২৮ অক্টোবর মঙ্গলবার বিকেল ৪টার দিকে ভাঙ্গুড়া সরকারী হাজী জামাল উদ্দিন কলেজ মাঠে উপজেলা যুবদল আয়োজিত সভায় এই সংঘর্ষ হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৩ আসনের বিএনপির প্রাথমিক মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাসান জাফির তুহিন বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক স্বপন ও সদস্য সচিব জাফর ইকবাল হিরোক।

জানা যায়, যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহীনুর রহমান ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলতাব হোসেনের মধ্যে কে সঞ্চালনার দায়িত্ব পালন করবেন তা নিয়ে দলীয় নেতা কর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায় দুই পক্ষের মুখোমুখি অবস্থান নেয়। পরে দলের সিনিয়র নেতৃবৃন্দ তাৎক্ষনিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কিছু সময় পর মঞ্চের পশ্চিম পাশে আবারো দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের বৃষ্টি হয়। এ সময় চেয়ার ও লাঠি নিয়ে এক পক্ষের ওপর অপরপক্ষ চড়াও হন। এতে ছাত্রদল নেতা তাজ, হমায়ুন ও সাহাবুদ্দীনসহ অনেকেই গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর শহিদুল ইসলাম বলেন, দলের মধ্যে ছাত্রলীগ যুবলীগ ঢুকে পড়েছে। শীর্ষ নেতাদের সামনে তাদেরকে দিয়েই পিটিয়ে ছাত্রদল যুবদল নেতাদেরকে আহত করা হয়েছে। যারা ১৭ বছর পুলিশের ভয়ে পালিয়ে ছিল। তারাই এখন সুবিধাবাদীদের হাতে মার খাচ্ছে। উপজেলা পর্যায়ের শীর্ঘ নেতার উপস্থিতিতে এমন ঘটনাকে দুঃখজনক বলেছেন অনেকে।

এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক বলেন, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী প্রোগ্রামে একটা বিশৃঙ্খলায় আমাদেরই তিনজন আহত হয়েছে। যারা দলের মধ্যে এমন অনাকঙ্খিত ঘটনা ঘটিয়েছে তদন্ত করে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। আহতদের বিষয়ে হাসপাতালে খোঁজখবর নেয়া হয়েছে।

আরো সংবাদ

কমেন্ট করুন

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বশেষ