Google search engine
Homeশিক্ষাসাঁথিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভাংচুর, জামাত-শিবিরের বিরুদ্ধে শিক্ষার্থীদেরে বিক্ষোভ

সাঁথিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভাংচুর, জামাত-শিবিরের বিরুদ্ধে শিক্ষার্থীদেরে বিক্ষোভ

অনলাইন ডেস্ক: পাবনার সাঁথিয়ায় জামায়াত-শিবিরের নৈরাজ্য, শিক্ষকদের লাঞ্ছিত ও শিক্ষাপ্রতিষ্ঠানে ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ (বুধবার ১৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় মিয়াপুর হাজী জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা ও সচেতন অভিভাবক সমাজের আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাঁথিয়া উপচজেলা বিএনপির সদস্য ইমদাদুল হক, সাঁথিয়া উপজেলা মৎস্যজীবি দলের আহ্বায়ক মনোয়ার পারভেজ মানিক, অভিভাবক মিন্টু, মিঠু, রানাসহ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী।

প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থী ও অভিভাবকরা ছাত্র শিবিরের বর্বরোচিত হামলা, ভাংচুর ও শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অবিলম্বে এ ঘটনায় জড়িত ক্ষেতুপাড়া ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি সোহান হোসেনসহ অন্যান্য হামলাকারীদের গ্রেফতার করার দাবি জানান।

উল্লেখ্য, গত সোমবার (১৫ সেপ্টেম্বর) ক্ষেতুপাড়া ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি সোহান হোসেনের নেতৃত্বে হাজী জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে হামলা,ভাংচুর ও শিক্ষকদের লাঞ্ছিতের ঘটনা ঘটে।

এদিকে সাঁথিয়ার মিয়াপুর স্কুল এন্ড কলেজে হামলা ও ভাংচুরের ঘটনায় ছাত্র শিবির সংবাদ সম্মেলন করেছে। পাবনার সাঁথিয়ার মিয়াপুর হাজী জসিম উদ্দিন স্কুল এন্ড কলেজে আওয়ামীপন্থী শিক্ষকের দ্বারা ছাত্রশিবির নেতাকর্মীদের উপর হামলা ও মিথ্যা অভিযোগ ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ছাত্র শিবির। বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাঁথিয়া প্রেসক্লাব হলরুমে উপজেলা ছাত্রশিবিরের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ছাত্র শিবির নেতারা বলেন, মিয়াপুর স্কুল এন্ড কলেজের যে ঘটনা সম্পর্কে শিক্ষকরা যে তথ্য প্রচার করেছে তা সঠিক নয়। আমাদের কর্মীরা ভাংচুর ও শিক্ষকদের লাঞ্ছিতের ঘটনায় জড়িত নয়। যদি কেউ ছাত্র শিবিরের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ প্রমাণ করতে পারে তাহলে যেকোন শাস্তি মাথা পেতে নিবো। বরং এই ঘটনায় আমাদের শিবির কর্মী আব্দুল মজিদকে সেখানকার  শিক্ষকরা নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করেছে। সে বর্তমানে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা ছাত্র শিবিরের স্কুল কার্যক্রম ও সমাজসেবা সম্পাদক শিখন মোল্লা, উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারি মো: সাফাতুল্লাহ্, সাংগঠনিক সম্পাদক মেশকাত হোসেন, আইন বিভাগের সেক্রেটারি রুহুল আমিন, পৌর ছাত্র শিবিরের সেক্রেটারি নুর নবী, ক্ষেতুপাড়া ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি সোহান প্রমুখ। শিবিরকর্মীকে মারপিটের অভিযোগে সাঁথিয়া থানায় একটি মামলা হয়েছে বলে বলে জানান তারা।

আরো সংবাদ

কমেন্ট করুন

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বশেষ