অনলাইন ডেস্ক : পাবনা জেলার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শিবপুর গ্রামের এক শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টা করে একই গ্রামের শফির ছেলে শিমুল হোসেন (১৯)।
গত ২২ সেপ্টেম্বর মেয়েটি তার বাবার সাথে বিলে মাছ ধরতে যায় বাবা মাছ ধরতে বিলে গেলে শিশুটি ধান ক্ষেতের পাশে বসে থাকে বাবার মাছ ধরা শেষ হলে মেয়েটিকে আর দেখতে পায়না। বাবা মনে করে মেয়ে বাড়ি ফিরে গেছে। পরে বাড়িতে গিয়ে দেখে মেয়ে এখনো বাড়ি ফিরেনি। তখন তারা আশে-পাশে খোঁজা-খুজি শুরু করে। এক পর্যায় মেয়েটিকে জুলমত আলী মোল্লা নাম এক ব্যাক্তির কোলে কান্নারত অবস্থায় দেখতে পায় তার পিতা। তাকে কান্নার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন এই শিশু কন্যাকে ধান ক্ষেতের পাশে একটি ঘরে ঐ গ্রামের শফির ছেলে শিমুল হোসেন (১৯) ধর্ষণ চেষ্টা করে পরে শিশুরি চিৎকার শুরেন জুলমত মোল্লা এগিয়ে গেলে শিমুল হোসেন (১৯) পালিয়ে যায়।


