Google search engine
Homeরাজনীতিজামায়াতের অফিসিয়াল লোগো পরিবর্তন, ”থাকছে না আক্বিমুদ দ্বীন”

জামায়াতের অফিসিয়াল লোগো পরিবর্তন, ”থাকছে না আক্বিমুদ দ্বীন”

অনলাইন ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতন হওয়ার পরেই রাজনৈকিত অঙ্গনে ফের আলোচনায় আসে আওয়ামী লীগ আমলে নিবন্ধন হারানো জামায়াতে ইসলামী। এবার দলটি নতুন আলোচনায় এসেছে দলীয় লোগোর পরিবর্তন নিয়ে। তারা তাদের দলীয় লোগোতে পরিবর্তন এনেছে শিগগিরই আনুষ্ঠানিকভাবে তা প্রাকাশ করবেন তারা। এরই মধ্যে জামায়াতের লোগো মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তবে জামায়াতের একজন কেন্দ্রীয় নেতা বলছেন এই লোগো লোগো এখনও খসড়ার পর্যায় আছে এখনো চূড়ান্ত করা হয়নি।

জামায়াতের নতুন লোগেতে  আরবি ভাষায় লোখা ”আক্বিমুদ দ্বীন” এই শব্দটি আর থাকছে না। উপরে একটি বৃত্তের মধ্যে দাড়ি পাল্লা এবং নিচে বাংলায় “বাংলাদেশ জামায়াতে ইসলামী” লেখা রয়েছে। জামায়াতের একজন কেন্দ্রীয় নেতা বলেন এই লোগো চূড়ান্ত হলে শিগগিরই তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

আরো সংবাদ

কমেন্ট করুন

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বশেষ