অনলাইন ডেস্ক : আজ ৩ অক্টোবর শুক্রবার বিকেল ৩টায় আইএবি পাবনা জেলা কার্যালয়ে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ পাবনা জেলা শাখার শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ পাবনা জেলা সভাপতি মো: জুবায়ের আহম্মেদ এর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক ক্বারী তরীকুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) হাফেজ আবুুল কালাম আজাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবনা জেলা শাখার উপদেষ্ঠা ও দলের মনোনীত পাবনা-৫ আসনের হাতপাখার এমপি পদপ্রার্থী মুফতী নাজমুল হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবনা জেলা সভাপতি মাওলানা রবিউল ইসলাম, বাংলাদেশ মুজাহিদ কমিটি পাবনা জেলা সাধারণ সম্পাদক মুফতী মুক্তাদির হোসোইন মারুফ, পাবনা সদর থানা আন্দোলন এর সভাপতি মাওলানা আবু বকর সিদ্দীক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পাবনা পশ্চিম জেলা সভাপতি ও পাবনা-৪ আসনের হাতপাখার এমপি পদপ্রার্থী মাওলানা আনোয়ার হোসেন ফরিদী, বাংলাদেশ প্রমিক কল্যাণ ফেডারেশন এর পাবনা জেলা সভাপতি মিরাজুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বিচার, সংস্কার ও পিআর এটা শুধু আমাদের দাবি নয় এটা এখন গণ দাবিতে পরিণত হয়েছে। পিআর ছাড়া এদেশের মানুষের ভোটের অধিকার ক্ষুন্ন হবে। স্বাধীনতা পরবর্তি যে ১২টি নির্বাচন হয়েছে প্রায় সকল নির্বাচনই ত্রুটিপূর্ণ। তাই আগামী নির্বাচনে ত্রুটিপূর্ণ পদ্ধতিতে নয় বরং পিআর পদ্ধতিতে নির্বাচন চায় জাতি।
এছাড়াও বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবনা জেলা শাখার দপ্তর সম্পাদক এইচ এম ওমর ফারুক, জেলা ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মোতাহার হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ পাবনা জেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ গোলাম মোস্তফা প্রমুখ।


