Google search engine
Homeপাবনাসাঁথিয়ায় গ্রাহকের ৯ কোটি টাকা আত্মসাত, জনতা ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

সাঁথিয়ায় গ্রাহকের ৯ কোটি টাকা আত্মসাত, জনতা ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

অনলাইন ডেস্ক : পাবনায় জনতা ব্যাংক সাঁথিয়া উপজেলার বনগ্রাম শাখার প্রিন্সিপাল অফিসার হেমায়েত করিমের বিরুদ্ধে গ্রাহকের সাড়ে  ৯ কোটি টাকা আত্মসাতের ঘটনায় ব্যাংকটির শাখা ব্যবস্থাপক ফরিদুর রহমানের দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করেছে আতাইকুলা থানা পুলিশ। এঘটনায় অভিযুক্ত হেমায়েত করিমকে সাময়িক বহিষ্কার করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

জনতা ব্যাংক বনগ্রাম শাখার প্রিন্সিপাল অফিসার হেমায়েত করীম দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে গ্রাহকদের থেকে সাড়ে ৯ কোটি টাকা ব্যাংক হিসেবে জমা না করে তা নিজেই আত্মসাত করেন। ১৫ অক্টোবর বুধবার উক্ত শাখার একজন নারী গ্রাহক টাকা তুলতে গেলে তার একাউন্টে জমাকৃত টাকা পাওয়া যায়নি তখন বিষয়টি পাবনা শাখায় অবহিত করা হয়। ভুক্তভোগি নারী অভিযোগের ভিত্তিতে জনতা ব্যাংক পাবনা শাখার কর্মকর্তাদের তদন্তে প্রাথমিক ভাবে হেমায়েত করিমের বিরুদ্ধে আত্মসাতের সম্পৃক্ততা পাওয়া তদন্ত কর্মকর্তাগণ তাকে আতাইকুলা থানায় হস্তান্তর করেন।

হেমায়েত করিম গ্রেফতার হওয়ার খবর ছড়িয়ে পড়লে প্রায় শতাধিক গ্রাহক ব্যাংকে প্রবেশ করে তাদের একাউন্ট যাচাই সাপেক্ষে জানতে পারে তাদের একাউন্টে জমাকৃত অর্থ নেই। এতে উত্তেজিত হয়ে পড়ে ব্যাংকের আশপাশের এলাকা।

এবিষয়ে জনতা ব্যাংক বনগ্রাম শাখার ম্যানেজার জনাব ফরিদুর রহমান বলেন অভিযুক্ত হেমায়েত করীম কে গ্রেফতার করে আইনি তদন্ত চলমান রয়েছে এবং তাকে সাময়িক বরখাস্তও করা হয়েছে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আলমগীর হোসেন বলেন- জনতা ব্যাংক বনগ্রাম শাখার ব্যবস্থাপক ফরিদুর রহমানের দায়ের করা সাড়ে নয় কোটি টাকা আত্মসাতের মামলায় জনতা ব্যাংক বনগ্রাম শাখার প্রিন্সিপাল অফিসার হেমায়েত করিমকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত রিপোর্ট অনুযায়ী আদালত তার বিরুদ্ধে আইনি ব্যাবস্থা গ্রহণ করবেন।

আরো সংবাদ

কমেন্ট করুন

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বশেষ