Google search engine
Homeঅপরাধপাবনার আমিনপুরে ৮ বছরের শিশু ধর্ষণ, বৃদ্ধ গ্রেফতার

পাবনার আমিনপুরে ৮ বছরের শিশু ধর্ষণ, বৃদ্ধ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদন : পাবনার আমিনপুর থানাধীন বুলন্দর চর এলাকায় ৮ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। তাকাই প্রামানিক (৭৫) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে মামলা মামলা হলে তাকে গ্রেফতার করে পুলিশ। ধর্ষিতা শিশুটি এখন পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মামলার এজহার থেকে জানা যায় ১৫ নভেম্বর শনিবার বিকালে শিশুটি চাচার বাড়ির সামনে অন্য শিশুদের সাথে খেলাধুলা করছিল। এ সময় বৃদ্ধ তাকাই প্রামানিক (৭৫) তাকে খাবারের লোভ দেখিয়ে পাশেই একটি ফাকা ঘরে নিয়ে শিশুটিকে নিয়ে ধর্ষণ করে। কাউকে কিছু না বলতে শিশুটিকে ভয় দেখায়। সন্ধ্যায় শিশুটির রক্তপাত শুরু হলে পরিবারের লোকজন বুঝতে পারে।

শিশুটির ভাবি লাবনী খাতুন বলেন, আমি তাকাই প্রামানিককে ঐ ঘর থেকে বেরিয়ে যেতে দেখেছি তার পরেই শিশুটি কান্না করতে করতে সেখান থেকে বের হয়।

আমিনপুর থানার ডিউটি অফিসার এসআই রেজাউল করীম বলেন তাকাই প্রামানিক (৭৫) কে মামলার ভিত্তিতে আটক করা হয়ে ভিকটিমকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

আরো সংবাদ

কমেন্ট করুন

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বশেষ