অনলাইন ডেস্ক : শহীদ ওসমান হাদী জুলাই অভ্যত্থানের অন্যতম মহানায়ক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র। ভারতীয় আধিপত্যের বিরদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর। আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন। গত ১২ ডিসেম্বর’২৫ শুক্রবার রাজধানীর কালভার্ট রোডে আততায়ির গুলিতে আহত হয়ে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাস্পাতালে প্রাথমিক চিকিৎসা শেষে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন অবস্থার উন্নতি না হলে তাকে এয়ার এম্বুলেন্স এ করে সিঙ্গাপুরে নেওয়া হয়। গত ১৮ ডিসেম্বর’২৫ রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধিন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ ২০ ডিসেম্বর শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাযা নামায অনুষ্ঠিত হয়। তার জানাযায় প্রধান উপদেষ্ঠা, জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবীদ, বুদ্ধিজীবি সহ দেশের সর্বস্তরের মানুষের ঢল নামে।
শহীদ ওসমান হাদী ৩০ জুন ১৯৯৩ সালে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ঝালকাঠির এন এস কামিল মাদরাসা থেকে আলিম পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানে বিভাগে ভর্তি হন।


