Google search engine
Homeপাবনাপাবনার ৫টি আসনে মোট ২৭জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা, বৈধ প্রার্থীদের...

পাবনার ৫টি আসনে মোট ২৭জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা, বৈধ প্রার্থীদের তালিকা

অনলাইন ডেস্ক :  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা ৫টি আসনে মনোনয়ন যাচাই-বাচাই শেষে জেলা রিটার্নিং অফিসার মোট ২৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে। বৈধ প্রার্থীদের তালিকা :-

পাবনা-১ (সাথিয়া-বেড়া আংসিক) :-  আসনে মনোনয়ন বৈধ হয়েছে ১) বিএনপি মনোনীত মো: শামসুর রহমান ২) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ব্যারিষ্টার নাজিবুর রহমান মোমেন ৩) ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো: আব্দুল গণি ৪) স্বতন্ত্র প্রার্থীরা হলো অধ্যাপক আবু সাইয়িদ ৫) মোঃ মাসুদুল হক।

পাবনা-২ (সুজানগর-বেড়া আংসিক) :- আসনে মনোনয়ন বৈধ হয়েছে ১) বিএনপি মনোনীত এ, কে, এম, সেলিম রেজা হাবিব  ২) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মোঃ হেসাব উদ্দিন  ৩) ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মোঃ আফজাল হোসেন খান কাশেমী ৪) জাতীয় পার্টি মনোনীত মোঃ মেহেদী হাসান রুবেল

পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) :-  আসনে মনোনয়ন বৈধ হয়েছে ১) বিএনপি মনোনীত মোঃ হাসান জাফির তুহিন ২) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মুহাম্মাদ আলী আছগার ৩) ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মোঃ আব্দুল খালেক ৪) জাতীয় পার্টি মনোনীত মীর নাদিম মোহাম্মদ ডাবলু  ৫) গণফোরাম মনোনীত সরদার আশা পারভেজ ৬) বাংলাদেশ সুপ্রীম পার্টি (বি.এস.পি) মনোনীত মোঃ মাহবুবুর রহমান জয় চৌধুরী ৭) স্বতন্ত্র প্রার্থী কে, এম, আনোয়ারুল ইসলাম

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) :-  আসনে মনোনয়ন বৈধ হয়েছে ১) বিএনপি মনোনীত মোঃ হাবিবুর রহমান (হাবিব) ২) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মোঃ আবু তালেব মন্ডল ৩) ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মোঃ আনোয়ার শাহ্ ৪) জাতীয় পার্টি মনোনীত মোঃ সাইফুল আজাদ মল্লিক ৫)নাগরিক ঐক্য মনোনীত শাহনাজ হক ৬) বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত মোঃ সোহাগ হোসেন ৭) স্বতন্ত্র প্রার্থী মোঃ সিরাজুল ইসলাম সরদার

পাবনা-৫ (সদর) :- আসনে মনোনয়ন বৈধ হয়েছে ১) বিএনপি মনোনীত মোঃ শামছুর রহমান শিমুল বিশ্বাস  ২) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মোঃ ইকবাল হোসাইন  ৩) ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মোঃ নাজমুল হোসাইন ৪) আবার বাংলাদেশ (এবি) পার্টি মনোনীত মোঃ আব্দুল মজীদ মোল্লা

আরো সংবাদ

কমেন্ট করুন

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বশেষ